অনলাইন নাকি অফলাইন কোর্স করা উচিৎ?

06 Dec 2021 Diganta Hasan 0 Freelance & Outsourcing

আমরা মনে করি প্রি-রেকর্ডেড ভিডিও সবচেয়ে বেস্ট। অর্থাৎ মেন্টর পূর্বেই  কোর্সের সকল ভিডিও কম্পিউটার স্ক্রিণ থেকে রেকর্ড করে রেখেছেন।

এখন প্রশ্ন আসতে পারে কেন এটা বেস্ট?

দেখুন, রেকর্ডেড ভিডিও কোর্স মানে আপনি যখন খুশি তখন একটা করে ক্লাস কভার করে নিতে পারবেন। কোথায় বুঝতে অসুবিধা হলে তা রিভাইস করে দেখে নিতে পারবেন। সাউন্ড কোয়ালিটি ১০০% পারফেক্ট। ইন্টারনেটের কোন অসুবিধা নাই।

 অন্যদিকে, অনলাইন লাইভ  ক্লাস প্রতিদিন হয় না, সপ্তাহে মাত্র ১/২ টি ক্লাস হয়। তাতে করে প্রচুর সময় খারাপ হয় স্টুডেন্টদের। তার উপর ইন্টারনেটের সমস্যার কারনে মাঝে মাঝে কথা বুঝা যায় না। অফলাইনেও সময় খারাপ হয়। একাডেমীতে গিয়ে কাজ শিখতে প্রচুর সময় ও ভাড়ার টাকা খরচ হয়। তার উপর মাঝে ক্লাস পোস্টপণ হলে পরের সপ্তাহের জন্য অপেক্ষা করা লাগে।

সবদিক বিবেচনা করলে দেখা যায় যে ভিডিও রেকর্ড করা কোর্সই সেরা। 

আপনি হয়তো বলতে পারেন যে তাহলে কাজ শিখতে গিয়ে সমস্যায় পড়লে কি হবে? কাকে প্রশ্ন করবো? সমাধান কিভাবে হবে?

 আমাদের W3TOPPER একাডেমীতে আমাদের  প্রতিটি কোর্সের জন্য আলাদা ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ রয়েছে। যেখানে প্রশ্নের সাথে সাথে উত্তর পাওয়া যায়। স্ক্রিণশট দিয়ে +  ভিডিও করে প্রবলেমের সল্যুশন দেওয়া হয়।

সর্বপুরি, আমাদের ওয়েবসাইটে এনরোল করে ভিডিও দেখে কাজ শিখুন। আপনার জন্য ভালো হবে।

সকল ভিডিও সবসময় আপডেট হতে থাকে। আমরা অনেক পুরাতন ভিডিও কোর্সে রাখি না। বুঝতে কোন অসুবিধা হবে না ইনশাল্লাহ।

BY: Diganta Hasan

Related News

Post Comments.

Login to Post a Comment

No comments yet, Be the first to comment.